এবার গোয়েন্দা প্রতিষ্ঠানের ইমেইল ফাঁস করছে উইকিলিকস

এবার গোয়েন্দা প্রতিষ্ঠানের ইমেইল ফাঁস করছে উইকিলিকস

মার্কিন সরকারের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেওয়া ভিন্ন ধারার ওয়েবসাইট উইকিলিকস এবার একটি মার্কিন নিরাপত্তা বিশ্লেষণ ফার্মের কয়েক লাখ ইমেইল প্রকাশ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণ কোম্পানি যাকে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ’র ছায়া প্রতিষ্ঠান মনে করা হয়, তার ৫০ লাখেরও বেশি ইমেইল ফাঁস করে দিচ্ছে উইকিলিকস। সোমবার থেকে তারা এই কাজ শুরু করেছে বলে জানা গেছে।

উইকিলিকস জানিয়েছে, ইমেইলগুলো হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস উদ্ধার করেছে। আর স্ট্র্যাটফর নামে পরিচিত ওই কোম্পানির এসব ইমেইল খুবই স্পর্শকাতর কিছু গোয়েন্দা তথ্য জনসম্মুখে প্রকাশ করে দেবে।

এ ব্যাপারে স্ট্র্যাটফর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘ইমেইল চুরি করে প্রকাশ করে দেওয়া আসলে আমাদের মুখবন্ধ করে দেওয়া এব ভীতি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।’

তারা বলেছে, ‘তবে এতে আমরা মোটেও ভীত নই। আর ‘ফাঁস, করে দেওয়া ইমেইলগুলোর সব ভুয়া।’ স্ট্র্যাটফরের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ ফ্রেডম্যান এই ঘটনায় পদত্যাগ করবেন না বলে জানানো হয়েছে।

তাদের দাবি, প্রকাশিত অনেক ইমেইলই পরে জাল অথবা পরিবর্তন করা হয়েছে। আর এগুলো বিশ্বাসযোগ্য বা ভুলভ্রান্তিহীন হওয়ার সম্ভাবনাও কম।

টেক্সাসের অস্টিনে অবস্থিত এই কোম্পানির বিপুল সংখ্যক প্রতিনিধির কাছ থেকে ঠিক কীভাবে ইমেইলগুলো সংগ্রহ করা হল তার বিস্তারিত কিছু জানায়নি উইকিলিকস। প্রতিষ্ঠানটি সাধারণের মধ্যে স্ট্র্যাটেজিক ফরকারস্টিং ইনকরপোরেশন নামে পরিচিত।

শুধু চলতি বছরের শুরুতে অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ দাবি করেছিল, তারা ওই নিরাপত্তা কোম্পানির একশ’ জন প্রতিনিধির পাঠানো ইমেইল চুরি করেছে। আর খুব শিগগির তারা এসব তথ্য প্রকাশ করবে যাতে মানুষ স্ট্র্যাটফরের আসল কাজকর্ম জানতে পারে।

স্ট্র্যাটফর জানায়, তারা মূলত গ্রাহকদের তাগাদার ভিত্তিতে ভূরাজনৈতিক বিশ্লেষণ প্রকাশ করে। এ জন্য তারা গোয়েন্দা স্টাইলে তথ্য সংগ্রহ করে।

এ ব্যাপারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, ‘আমরা একটি বেসরকারি গোয়েন্দা ফার্ম পেয়েছি যারা যুক্তরাষ্ট্র সরকারের তথ্য দাতা, বিতর্কিত সাংবাদিক এবং বিদেশি গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে।’

এবার এই ইমেইল ফাঁসের সঙ্গে উইকিলিকসের মিডিয়া পার্টনার হচ্ছে- ইতালির এল এসপ্রেসো, লা রিপাবলিকা, জার্মানির এডিআর/এআরডি এবং রাশিয়ার কয়েকজন সাংবাদিক।

ম্যাকক্ল্যাচির ওয়াশিংটন ব্যুরো প্রধান জানিয়েছেন, তারা ইমেইলগুলো পরীক্ষা নীরিক্ষা করে দেখছেন।

এছাড়া, ২৪টি গণমাধ্যমের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে উইকিলিকস।

গত ডিসেম্বরে স্ট্র্যাটফরের কম্পিউটারগুলো দুই বার হ্যাকিংয়ের শিকার হওয়ার পর কোম্পানিটির ৩০ হাজারেরও বেশি গ্রাহকের ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য ইন্টারনেটে ছেড়ে দেয় হ্যাকাররা। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ড্যান কোয়েলের ক্রেডিট কার্ডও ছিল।

গত ডিসেম্বরের ওই ঘটনার তদন্ত করছে এফবিআই।

প্রসঙ্গত, ইরাক যুদ্ধের একটি ফুটেজ এবং ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের কয়েক হাজার গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে দেওয়ায় মার্কিন সরকারের ক্রোধে পড়ে উইকিলিকস।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসেঞ্জকে (৪০) এর পরই সুইডেনে একটি যৌন হয়রানির মামলায় ব্রিটেনে আটক করা হয়। বর্তমানে তিনি লন্ডনে গৃহবন্দি আছেন। বিচারের জন্য সুইডেনে প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে আদালতে লড়ছেন তিনি।

আন্তর্জাতিক