ভারতকে দু’হাত ভরে দিয়েছেন। তিনি শচিন টেন্ডুলকার। ভারত তার প্রতিদান দিতে পিছিয়ে থাকবে কেন? তাই শচিন টেন্ডুলকরের নামে আগামী দিনে সিরিজ করতে চাইছে বিসিসিআই৷
কিংবদন্তি এই ব্যাটসম্যানের নামে সিরিজ চালু করে তাকে সম্মানিত করতে চাইছে বোর্ড৷ এমনটাই জানানো হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে।
রোববার চেন্নাইয়ে বোর্ডের বৈঠকে এই ব্যাপারে এক আলোচনা হয়েছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমে খবর বের হয়৷
বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল বলেন, “আমরা শচিনের নামে সিরিজ করতে চাই৷ কিন্তু; এ ব্যাপারে আমাদের প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়েছে৷ আমরা শচিনের নামে দ্বিপাক্ষিক সিরিজ করার কথা ভাবছি৷ তবে এর জন্য অন্য বোর্ডের পক্ষ থেকেও সম্মতি জানাতে হবে৷ তবেই বিষয়টি নিয়ে আমরা আগামী দিনে এগোতে পারব৷”
প্যাটেল আরো বলেন, “শুধুমাত্র সিরিজ করার জন্যই করা নয়, শচিনের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানাতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হবে৷”
এখনও পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হয়৷ কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে সম্মান জানাতেই এই সিরিজের আয়োজন করা হয়৷
সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজও প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির নামে করা হয়েছিল৷ এইবার সেই তালিকায় আসতে চলেছেন আধুনিক ক্রিকেটের ব্র্যাডম্যান শচিন৷