কুড়িগ্রামের ফুলবাড়ী ও সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে মঙ্গলবার দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তারা হলেন প্রফুল্ল চন্দ্র ও রুবেল হোসেন। তাদের ফেরত আনার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রামে সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফের হাতে আটক হন প্রফুল্ল চন্দ্র। তিনি উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন আবেদ চন্দ্রের ছেলে। প্রফুল্ল আবদুল্লা বাজার এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।
তার শ্বশুর পুষনাথ চন্দ্র জানান, আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কাঁটাতারের বেড়া দেখতে নাখারজান সীমান্তে ৯৪১ নং মেইন পিলারের পাশে নোম্যান্স ল্যান্ডে যায় প্রফুল্ল। এ সময় বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের অধীন শেউটি-২ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
৪৫ বিজিবি’র অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার ইমরান নিজামী জানান, আটক যুবককে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
অন্যদিকে, দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট এলাকায় চুনা পাথর কুড়াতে গিয়ে রুবেল হোসেন নামে এক যুবক বিএসএফের হাতে আটক হন। তিনি টেকেরঘাটের আব্দুল হাই মিয়ার ছেলে।
বিজিবি ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সীমান্ত অতিক্রম করায় রুবেলকে বিএসএফ আটক করেছে। তাকে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে।