রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পনে আতঙ্কগ্রস্ত মানুষ বাসা-বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বেলা ৩টা ২৮ মিনিটে ঢাকা ও চট্টগ্রামে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল আবহাওয়া অধিদফতর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভারত ও মায়ানমার সীমান্তে।