ইরাকে সব জাতিগোষ্ঠী নিয়ে ঐকমত্যের সরকার

ইরাকে সব জাতিগোষ্ঠী নিয়ে ঐকমত্যের সরকার

ইরাকে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বে একটি সর্বদলীয় ঐকমত্যের সরকার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

এই সরকারের প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি।

অবশ্য আল আবাদি এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।image_97531_0

মন্ত্রিসভার অন্যান্য পদগুলো সংখ্যাগরিষ্ঠ শিয়া, সুন্নি ও কুর্দ জনগোষ্ঠীর মধ্যে বাটোয়ারা করে দেয়া হয়েছে।

ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছেন সুন্নি নেতা সালেহ আল-মুতলাক, কুর্দি নেতা হোশায়ের জাবেরি এবং সাদর ব্লক-এর বাহা আল-আরাজি।

তেলমন্ত্রী হয়েছেন ইসলামিক সুপ্রিম কাউন্সিলের আদেল আব্দুল। সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনজন হয়েছেন ভাইস-প্রেসিডেন্ট সদ্য বিদায় নেয়া প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি, সাবেক স্পিকার ওসামা আল-নুজাইফা ও আইয়াদ আলাউয়ি।

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইরাকের নতুন এই সরকারের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোটে যোগ দিতে সুন্নি অধ্যুষিত দেশগুলোকে আহ্বান জানানোর জন্য আজ থেকে মধ্যপ্রাচ্যে এক সফর শুরু করবার কথা কেরির। সূত্র: বাসস

আন্তর্জাতিক