ইনিংস পরাজয় এড়াতে লড়ছে বাংলাদেশ

ইনিংস পরাজয় এড়াতে লড়ছে বাংলাদেশ

musfiqqqপঞ্চম দিনে গড়াল কিংসটাউন টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে বাংলাদেশ। সোমবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৬ রান। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে নামাতে বাংলাদেশের এখনো প্রয়োজন ৪৬ রান।

এদিকে ফলোঅনে নেমেই আবারো বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাহমুদুল্লাহ ৬৬ রানে সাজঘরে ফিরে গেলেও মুশফিকুর রহিম ৭০ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে আছেন নাসির ৭ রানে। এ ছাড়া দলীয় ১১ রানে শামসুর রহমান (৪), ৮১ রানে ইমরুল কায়েস (২৫), ১০৪ রানে মমিনুল (১২) ও ১০৭ রানে তামিম (৫৩) সাজঘরে ফিরে যান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৪৮৪ রান করে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন বাংলাদেশ ১৮২ রানে অলআউট হওয়ার পর সেদিনের খেলা শেষ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ৪৮৪/৭ ইনিংস ঘোষণা (ব্রেথওয়েইট ২১২, চন্দরপল ৮৫*, গেইল ৬৪; তাইজুল ৫/১৩৫)

বাংলাদেশ : ১৮২ (মুমিনুল ৫১, মুশফিক ৪৮*; বেন ৫/৩৯, ব্ল্যাকউড ২/১৪) ও ২৫৬/৫ (তামিম ৫৩, শামসুর ৪, ইমরুল ২৫, মুমিনুল ১২, মাহমুদুল্লাহ ৬৬, মুশফিক ৭০*, নাসির ৭*; রোচ ২/৩৯, বেন ২/৪৪, গেইল ১/৫০)।

খেলাধূলা