‘ডব্লিউএইচও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন পুতুল

‘ডব্লিউএইচও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন পুতুল

অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।image_97426_0

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং আঞ্চলিক কমিটির ৬৭তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এর উদ্যোগে এ অঞ্চলের ১১টি দেশের জন্য চলতি বছর থেকে এ পুরস্কার চালু করা হয়েছে।

এর আওতায় জনস্বাস্থ্যে অবদানের জন্য প্রতিবছর একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এবারের পুরস্কারের বিষয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

মনোস্তত্ত্ববিদ সায়মা আমেরিকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’র পরামর্শক হিসেবে কাজ করেন। গত জুনে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে’ অন্তর্ভুক্ত হন তিনি।

বাংলাদেশ