প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা

প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা

ব্যাংকিং নিয়মের বর্হিভুত হয়ে অতিরিক্ত চার্জ ধার্যগ করায় প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা (মোকাদ্দোমা) দায়ের করেছে ডটকম সুয়েটার্স লিমিটেড নামে একটি কোম্পানি।

রোববার ঢাকার ১ নং যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।image_97389_0.png

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ অক্টোবর শুনানির দিন ধার্য৮ করেছেন।

মামলাটি দায়ের করেন ডটকম সুয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান সাইয়্যেদ ফাইজুল আহসান। তারপক্ষে আইন হলেন- শাহ মো. মুনির শরীফ, আবুল কালাম মো. সোহেল, আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন আইনজীবী।

শাহ মো. মুনির শরীফ নতুন বার্তাকে জানান, “প্রিমিয়ার ব্যাংক বেআইনীভাবে আমার মক্কেলের বিরুদ্ধে পোস্ট লোন সৃষ্টি করেছে। ব্যাংকিং নিয়মের বাহিরে গিয়ে অতিরিক্ত চার্জ ধার্যা করেছে। এ ছাড়া এলসি কমিশনও পরিশোধ করেনি ব্যাংকটি।”

এ সব অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে ৬০ কোটি ৭০ লাখ ২৮ হাজার ১১৮ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে।

অর্থ বাণিজ্য