সূচকের পতন ধারায় লেনদেন

সূচকের পতন ধারায় লেনদেন

Stock exসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের পতন ধারায় লেনদেন শুরু চলছে। লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী হলেও কিছুক্ষণ পর পতনে গড়িয়েছে।

ডিএসই সূত্র মতে, বেলা ১১টা ১৯ মিনিটে ডিএসই ব্রড ইনডেক্স (এক্স) সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৪ পয়েন্টে, ডিএসই এস (শরীয়াহ) সূচক ১ পয়েন্ট কমে ১০৭৯ এবং ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৪১ পয়েন্টে এসেছে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১২৩টির এবং  অপরিবর্তিত থাকে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ১০৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১১টা ১৭ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৭৩১ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত থাকে ১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অর্থ বাণিজ্য