সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু গুলিবিদ্ধ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু গুলিবিদ্ধ

Shahidul Alam's Crossfire exhibition opened on the streetsসাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফজলুল হক (২৫) নামে এক জলদস্যু গুলিবিদ্ধ হয়েছে। সোমবার ভোরে কালীগঞ্জের মৌতলা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি বোমা উদ্ধার করে।

জানা যায়, মৌতলা গ্রামে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান যায়। জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ৫ রাউন্ড গুলি ছোড়ে।

এতে অন্যরা পালিয়ে গেলেও সুন্দরবনের ত্রাস জিয়া বাহিনীর অন্যতম সদস্য ফজলুল হক গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজলুল হক মৌতলা গ্রামের মমতাজ আহমেদের পুত্র।

ফজলুল হকের বিরুদ্ধে কালীগঞ্জ ও শ্যামনগর থানায় অস্ত্র, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যান্য