কেরিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম সেরেনার

কেরিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম সেরেনার

রোববার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে কেরিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস৷ এদিন ওজনিয়াকিকে ৬-৩,৬-৩ সেটে হারান বিশ্বের এক নম্বর টেনিস তারকা৷ এই নিয়ে টানা তিনবার ও কেরিয়ারে মোট ছ’বার এই টুর্নামেন্ট জিতলেন সেরেনা৷ একই সঙ্গে টেনিসের দুই কিংবদন্তি তারকা ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে একই তালিকায় চলে এলেন এই মার্কিন খেলোয়াড়৷image_97394_0

এই বছর একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সেরেনা৷ তাই বছরের শেষ বড় টুর্নামেন্টকেই পাখির চোখ করেছিলেন তিনি৷ ফ্লাশিং মেডোয় প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন সেরেনা৷ ফাইনালেও সেই ফর্ম অব্যহত ছিল তার৷ এদিন ওজনিয়াকি ও সেরেনাই দু’জনেই প্রথম সেটে খারাপ খেলেছেন৷ কিন্তু দ্বিতীয় সেট থেকেই স্বমহিমায় ফিরে আসেন সেরেনা৷

ম্যাচ জিতে তিনি বলেন,‘ এর থেকে ভালভাবে শেষ করতে পারতাম না৷ জিতে দারুণ লাগছে৷ ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি৷’ অন্যদিকে নিজের প্রিয় বন্ধুর কাছে ফাইনালে হেরে ওজনিয়াকি বলেন,‘ সেরেনাকে আমার শুভেচ্ছা৷ ও আমার থেকে ভালো খেলেছে৷ সেরেনাই এই জয় প্রাপ্য৷ সেরেনা আমার এমন একজন বন্ধু যে কোর্টে ও কোর্টের বাইরে আমার কাছে অনুপ্রেরণা৷’-ওয়েবসাইট।

খেলাধূলা