ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। ৭১ ওভার ৪ বল খেলে এই রান সংগ্রহ করে টাইগাররা। কিংস্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এখন ৩০২ রানে পিছিয়ে মুশফিকবাহিনী। এর আগে ৭ উইকেটে ৪৮৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা।
ররিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মাঠে গড়ায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ৩ উইকেট হারিয়ে ৪০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে মমিনুল হক এবং অধিনায়ক মুশফিকুর রহীমই প্রতিরোধ গড়তে পেরেছিলেন। মমিন ৫১ রান করেন। আর মুশফিক ৪৮ রান করে অপরাজিত থাকেন।
এ ছাড়া শামসুর রহমান ৩৫ এবং শুভগত হোম ১৬ রান করেন। আর কোনো ব্যাটসম্যান ২ অঙ্কের রান করতে পারেননি।
চতুর্থ ওভারে তামিম ইকবালের ১ রানে বিদায়ের মধ্য দিয়ে বিপর্যয় শুরু হয়। এরপর ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে দিয়ে এগুতে থাকে খেলা। ওয়েস্ট ইন্ডিজের বেন ৫ উইকেট নেন।
বাংলাদেশের অভিষেক হওয়া তাইজুল ইসলামও পান ৫ উইকেট। তিনি বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৪৮৪/৭ ডিক্লেয়ার; ১৬০ ওভার (ব্রার্থহোয়াইট ২১২, চন্দরপল ৮৫, গেইল ৬৪ ; তাইজুল ৫/১৩৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৮২/১০; ৭১.৪ ওভার (মমিনুল ৫১, মুশফিক* ৪৮; সুলেইমান ৫/৩৯, ব্লাকউড ২/১৪)