রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

bus dormogotরংপুর বিভাগের ৮ জেলায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষের জের ধরে সোমবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।

অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে সারাদেশের সঙ্গে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে হঠাৎ এই পরিবহন ধর্মঘটে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাসটার্মিনালে সংঘর্ষে জড়িয়ে পড়ে মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। এতে আহত হন উভয়পক্ষের কমপক্ষে ২০ জন।

এ সময় মালিক পক্ষের লোকজন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে ব্যাপক ভাংচুর চালায়। পাশাপাশি আগুন ধরিয়ে দেয় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ মজিদের ব্যবহৃত প্রাইভেটকারে।

এর প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।

অন্যান্য