নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শরীয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।
একমাত্র প্রতিদ্বন্দ্বী টি আই এম মহিতুল গনিকে নির্বাচনে লড়াইয়ের সুযোগ দিতে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল সোমবার দুপুরে স্থগিত করেন। পরে সন্ধ্যায় নাহিম রাজ্জাককে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মেদ খান।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক গত ২৩ ডিসেম্বর মারা গেলে ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
উপনির্বাচনে নাহিম রাজ্জাককে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল আওয়ামী লীগ। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গনি। মনোনয়নপত্রে ত্রুটি থাকায় মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মহিতুল গনি ২২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন। ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখে তাঁর আপিল খারিজ করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে মহিতুল গনি গত রোববার উচ্চ আদালতে রিট আবেদন করেন। উচ্চ আদালত মহিতুল গনিকে নির্বাচনে অংশগ্রহণে সুযোগ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্বাচন কমিশন গতকাল হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করেন। হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা একমাত্র প্রার্থী নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য ঘোষণা করেন।
নাহিম রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র জমাদানের পর থেকেই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নির্বাচন অনুষ্ঠিত হলেও আমাদের বিজয় সুনিশ্চিত ছিল।’

বাংলাদেশ