বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। চট্টগ্রামে গত দুই মাস ধরে কার্যক্রম চালালেও সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফুডপান্ডার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ফুডপান্ডার নানা দিক নিয়ে বক্তব্য দেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, উপ-পরিচালক যুবায়ের বি.এ সিদ্দীকী, বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ।
আমব্রিন রেজা বলেন, ফুডপান্ডা বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের ৩৫ হাজার রেস্টুরেন্টের সঙ্গে কাজ করছে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ফুযপান্ডা। এবছরের জুন থেকে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরুর দুই মাসের মধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি। অনলাইনের মাধ্যমে খাবারের চাহিদার কথা জানালে এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডার কর্মীরা।
আমবারীন রেজা আরো বলেন, চট্টগ্রামের ৪০টি নামীদামি রেস্টুরেন্ট আমাদের সাথে কাজ করছে। এর ফলে চট্টগ্রামের হালিশহর, ২ নম্বর গেইট, বহদ্দারহাট, সিডিএ এভিনিউ, জিইসি মোড়, ওয়াসা, মেহেদীবাগ, গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, জামালখান, স্টেশন রোড, মুরাদপুর, লালখান বাজার, কাজীর দেউরীসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডা।