শ্রমমন্ত্রীকে তোবা শ্রমিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শ্রমমন্ত্রীকে তোবা শ্রমিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শ্রমিকদের সব পাওনাসহ কারখানা চালু করতে শ্রমমন্ত্রীকে ৪৮ ঘণ্টার আলিটমেটাম দিয়েছে তোবার গ্রুপ সংগ্রাম কমিটি। এই সময়ের মধ্যে শ্রমমন্ত্রীকে নির্দিষ্ট সময় বলে দিতে হবে। না হলে কঠিন আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শ্রমমন্ত্রণালয় ঘেরাও করতে গেলে প্রেস ক্লাবের পূর্ব পাশে শ্রমিকদের পুলিশ বেরিকেড দিয়ে আটকিয়ে দিলে সেখানেই তারা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে  শ্রমিক নেতারা এ ঘোষণা দেন।image_97306_0

শ্রমিক নেতা জহিরুল ইসলাম বলেন, “অবিলম্বে শ্রমিকদের দাবি পূরণসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হয় শ্রমমন্ত্রী পার পাবেন না। কোনো চক্রান্ত করে লাভ হবে না। শ্রমিকদের কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি তারা পূরণ করবে।”

তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, “আমরা জীবন বাজি রেখে মৃত্যুর সাথে লড়াই করে তিন মাসের বেতন ও ওভারটাইম পেয়েছি। কিন্তু আইন অনুযায়ী কারখানা লে অফ করলে শ্রমিকদের বাকি পাওনা পরিশোধ করতে হবে। সে অনুযায়ী শ্রমিকরা আগস্ট, সেপ্টেম্বর এবং দুই ঈদের বোনাস পায়। তা অবিলম্বে শ্রমমন্ত্রী আদায়ের ব্যবস্থা করে দিতে হবে।”

তিনি বলেন, “তোবা গ্রুপের ১৬০০ শ্রমিকের কথা বিবেচনা করে সরকার কর্তৃক কারখানা অধি গ্রহণ করে তা চালু রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমরা এই দাবিগুলো বলছি শ্রমমন্ত্রীর কাছে নৌপরিবহন মন্ত্রী যাতে এখানে এসে মাথা না ঘামায়। শ্রমমন্ত্রী যদি তার দায়িত্ব পালন করতে না পারে তাহলে শ্রমমন্ত্রীর পদে নৌমন্ত্রীকে বসানো হোক। এর আগে যাতে নৌমন্ত্রী শ্রমিকদের নিয়ে কোনো কথা না বলে।”

এসময় তিনি তোবার মালিক দেলোয়ারকে খুনি হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তার জামিন বাতিলের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের সভাপতিত্বে  আরো বক্তব্য দেন- গার্মেন্টস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইয়াছিন আলী, শ্রমিক নেতা জলি তালুকদার, মোহাম্মদ আলী, তাসলিমা আক্তার লিমা প্রমুখ।

অর্থ বাণিজ্য