এ্যাপলের আইক্লাউড একাউন্ট থেকে নগ্ন ছবি ফাঁসের ঘটনা নিয়ে জেনিফার লরেন্স যখন বিপর্যস্ত ভীষণ- তখন যেন শান্তির পরশ নিয়ে হাজির হল এই খবরটা। গিনেস বুকে উঠেছে অস্কার জেতা এ তারকার নাম। একেই বোধহয় কাকতালীয় ব্যাপার বলে!
নগ্ন ছবি ফাঁসের এক সপ্তাহ পার হওয়ার আগেই ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবচেয়ে সফল ‘হিরোইন’ হিসেবে গিনেস বুকে জায়গা পেলেন জেনিফার লরেন্স। তার ‘দ্য হাঙ্গার গেমস’ ও ছবিটির সিক্যুয়েল ‘ক্যাচিং ফায়ার’ এখন পর্যন্ত আয় করেছে ৯০ কোটি পাউন্ড।
সুজান কলিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য হাঙ্গার গেমস’ কিশোরী ক্যাটনিস এভারডিনের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত। ক্যাটনিস চরিত্রটিতেই অভিনয় করেছেন লরেন্স।
এই ছবির জন্য ২০১৩ সালে ২২ বছর ১৯৩ দিন বয়সে হলিউডের দ্বিতীয় কনিষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন তিনি। সূত্র: দ্যা সান।