দুটি সহ সভাপতি পদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র। শিডিউল অনুযায়ী দুটি পদে ভোট গ্রহন করা হবে ১৬ সেপ্টেম্বর।
এরআগে ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র কেনা যাবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা প্রদান এবং ঐ দিনই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর ১৪ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর। উল্লেখ্য দুই পদে প্রার্থী নির্বাচনে বিসিবি’র পরিচালকরা ভোট প্রদান করবেন।