ভারতে ফের শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার

ভারতে ফের শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার

felaniভারতের একটি বিশেষ আদালতে চলতি মাসের যে কোন দিন আবার ফেলানী হত্যার বিচার শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। এ কথা জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে শনিবার ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ এডভোকেট আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে রাজশাহীতে ভারতীয় হাই কমিশনে যান।

সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি মাসের যে কোন দিন ভারতের কুচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে আবার ফেলানী হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।

বিচার কার্যে ফেলানীর বাবা, মামা ছাড়াও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রহাম লিংকন ও ৪৫ বিজিবি’ কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশগ্রহণ করবেন।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাটাতারের বেড়ায় বিএসএফ’র গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। ফেলানীর মরদেহ কাটাতারের বেড়ায় ঝুলে থাকার ছবিটি সারাবিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দেয়।

এ ঘটনায় বিচার কাজ শুরু হলেও ভারতে বিএসএফ’র বিশেষ আদালত ২০১৩ সালের ১৯ আগস্ট অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বিকসুর খালাস দেয়। পরে ন্যায় বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের নিকট আবেদন করে ফেলানীর বাবা নুর ইসলাম।

অন্যান্য শীর্ষ খবর