নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেনকে (৩১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ভদ্রগাহ গ্রামের সওদাগরবাড়ির সিরাজুল হকের ছেলে।
শনিবার রাতে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারুল এলাকায় একটি ব্রিজের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন রাতে বাড়ি ফেরার পথে আমিশাপাড়া ইউনিয়নের বারুল এলাকায় একটি ব্রিজের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে আরিফ ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।