জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দুই দিনের সফরে সস্ত্রীক ঢাকায় এসেছেন। শনিবার দুপুর ১টার দিকে জাপানের বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই তার এই ঢাকা সফর। রবিবার তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।