নীলফামারীর ডোমার উপজেলায় আগুনে তিন পরিবারের ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার মধ্য রাতে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের জলযানপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, জলযানপাড়া গ্রামের সফিকুল ইসলামের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৩ পরিবারের ১০টি বসতঘর, ২টি গরু, ৭টি ছাগল, ধান, পাট, চাল এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।