সেন্ট ভিনসেন্টে সফরকারী বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের অপরাজিত ১২৩ রানের সুবাদে দিন শেষে ৩ উইকেটে ২৬৪ রান করেছে ক্যারিবীয়রা।
এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ওপেনার ক্রিস গেইল ও ক্রেইগ ব্রাথওয়েট উদ্বোধনী জুটিতে দলের খাতায় ১১৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৬৪ রান করে আউট হন গেইল।
১৩৩ রানের মাথায় এডওয়ার্ডসকে সাজঘরে ফেরান টেস্ট অভিষেক হওয়া তাইজুল ইসলাম।
এরপর ড্যারেন ব্রাভোকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ব্রাথওয়েট। তারা তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১২৮ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৬২ রান করে তাইজুলের শিকার হন ব্রাভো।