‘মহানবীর রওজা সরিয়ে নেয়ার পরিকল্পনার খবর ভিত্তিহীন’

‘মহানবীর রওজা সরিয়ে নেয়ার পরিকল্পনার খবর ভিত্তিহীন’

mosqueeমুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান হিসেবে পরিচিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা ভেঙে তার লাশ মোবারক সরিয়ে নেয়ার পরিকল্পনার খবর নাকচ করে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনাকারী কর্তৃপক্ষের মুখপাত্র আহমাদ মোহাম্মদ আল-মানসুরির বরাত দিয়ে সৌদি গেজেট, আল-আরাবিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম বৃহস্পতিবার এ কথা জানায়।

আল-মানসুরি বলেন, একজন শিক্ষাবিদের দেয়া ওই প্রস্তাব সৌদি আরব সরকারের নির্দেশনার প্রতিফলন নয়।

প্রস্তাবটি ওই শিক্ষাবিদের ‘একান্তই নিজস্ব’ বলেও মন্তব্য করেন আল মানসুরি।

গত মঙ্গলবার বৃটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, মদিনায় মহানবীর (সা.) সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়ার একটি প্রস্তাব ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

দেশটির এক শিক্ষাবিদের সঙ্গে আলোচনার পর প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।

গুরুত্বের দিক থেকে মুসলমানদের কেবলা কাবা শরিফের পরই মসজিদে নববীর স্থান। এখানেই রয়েছে মহানবীর (সা.) রওজা বা সমাধি।

প্রতিবছর হজের সময় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম স্থানটি জিয়ারত করেন। নিয়ামানুযায়ী সৌদি আরবের বর্তমান বাদশা আবদুল্লাহ এর অভিভাবক।

আন্তর্জাতিক