হবিগঞ্জে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫

হবিগঞ্জে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫

road accident logo 1হবিগঞ্জের শহরতলিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়ারখাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসটি বিপরীতমুখী শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ট্যাক্সির ৩ যাত্রী নিহত এবং ১৮ জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ২ জন মারা যান।

অন্য আহতরা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

জেলা সংবাদ শীর্ষ খবর