বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য অবশ্যম্ভাবী বলে উল্লেখ করে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশে দারিদ্র দূরীকরণের হার ২০০৫ সালের ১ দশমিক ৫ থেকে এখন ১ দশমিক ৭এ উন্নীত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করবে।’
রোববার সকালে নিউইয়র্কে বাংলানিউজকে তিনি এ কথা বলেন। এ সময় বাংলানিউজের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান ড. ইউনূস।
বাংলানিউজের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি অসুস্থ লেখক হুমায়ুন আহমেদকে দেখতে তার বাসভবনে গিয়েছিলেন।
এর আগে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবে ড. ইউনূস এক তাৎক্ষণিক শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
‘রাজনৈতিক কোন বক্তব্য দেবেন না’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে আরো সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তবে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে সকলকে এগিয়ে আসতে হবে। তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে গেলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে।’
তিনি বলেন, ‘রাজনীতি এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা।’
এ সময় সোস্যাল বিজনেস নিয়েও খোলামেলা কথাবার্তা বলেন তিনি।
প্রেসক্লাবের এই মতবিনিময় সভায় ক্লাবের সভাপতি ড. চৌধুরী সরোয়ার হাসানসহ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, মাহফুজুর রহমান, ডা. এমএ ওয়াজেদ, শহীদুল ইসলাম, সঞ্জিবন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।