চুয়াডাঙ্গা জেলায় অসংখ্য অরক্ষিত রেল গেইটে প্রায়ই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। তবে এবার ট্রেনে কাটা পড়েছে ৩৫টি ছাগল। আয়ের সর্বস্ব হারিয়ে এখন দিগ্বিদিক ছুটেছেন ছাগলগুলির মালিক রেলবস্তি পাড়ার বৃদ্ধা করিমন খাতুন। সহায় সম্বল হারিয়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে বিলাপ করছেন ভূমিহীন ফাতেমা খাতুন ।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেল স্টেশনের কাছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে পৌঁছায়। ওই স্টেশনের কাছেই রেলগেট । তবে গেইটে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা । ওই রেলগেইট পার হয়ে রেল লাইনের পাশের মাটির রাস্তা দিয়ে চলাচলকারি নসিমন-করিমন (ভটভটি)র শব্দ শুনে ছাগলগুলো রেল লাইনের উপরে উঠে পড়লে চলন্ত ট্রেনে কাটা পড়ে। এ সব ছাগলের মধ্যে মুন্সীগঞ্জ রেল বস্তিপাড়ার মৃত শুকুর আলীর স্ত্রী করিমন খাতুনের ২০টি ও সিরাজের স্ত্রী ফাতেমা বেগমের ১৫টি।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।