ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় বিচারপতির মেয়ে আটক

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় বিচারপতির মেয়ে আটক

du1ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে জালিয়াতিকালে  সানজানা বিনতে বশির  নামে এক বিচারপতির মেয়েকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ আলী জানান, আটককৃতের নাম সানজানা বিনতে বশির। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৬৫৪০২৫। সে হাইকোর্টের বিচারপতি এএনএম বশিরুল্লাহর মেয়ে।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে বাইরে থেকে উত্তর নেওয়ার সময় হাতেনাতে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তাকে প্রথমে শাহবাগ থানায় ও পরে বংশাল থানায় হস্তান্তর করা হয়।

ড. আমজাদ আলী, শিক্ষার্থী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- ইউনিএইড (কবির-সুমন) কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ তাকে তিন লাখ টাকার বিনিময়ে এক ব্যক্তির মোবাইল ফোন নম্বর দেন, যার কাছ থেকে সে পরীক্ষার উত্তর সংগ্রহ করছিল।

অন্যান্য