খিলগাঁও থানার ওসিকে প্রত্যাহার

খিলগাঁও থানার ওসিকে প্রত্যাহার

police logoকর্তব্য অবহেলার অভিযোগে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান শুক্রবার দুপুরে এ কথা নিশ্চিত করেছেন।  

জানা গেছে, ছিনতাইকারীদের গুলিতে ব্যবসায়ী শরিফ নিহত ও বাবা ইসরাইল হোসেন আহত হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা মতিঝিলের ১১৫/১২০ আদমজী কোর্টে ইউনিভার্সেল মানি এক্সচেঞ্জের মালিক মালিক শরিফ হোসেন ওরফে সায়মনকে (৩২) গুলি চালিয়ে হত্যা করে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তার বাবা ইসরাইল হোসেনও (৫৫) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরিফের মরদেহ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে শরিফের ময়নাতদন্ত শেষে লাশ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরে বাবার ইচ্ছা অনুযায়ী দাফন করা হবে।

বাংলাদেশ শীর্ষ খবর