আইএসআইএসকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে: যুক্তরাষ্ট্র ভাইস-প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আইএসআইএসকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে: যুক্তরাষ্ট্র ভাইস-প্রেসিডেন্টের হুঁশিয়ারি

baidenআইএসআইএসকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন। সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিকের শিরোচ্ছেদ হবার প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

আইএসআইএসকে পরাস্থ করার আহবান জানিয়ে জো বাইডেন বলেন, আমেরিকানরা অনেক শক্তিশালী। এতোটাই প্রস্তুত যে শত্রুরা তা অনুধাবন করতে পারবে।

তিনি বলেন, যখন কেউ আমেরিকানদের হামলা করে আমরা তা ভুলে যাই না।

বাইডেন বলেন, যারা শোকসন্তপ্ত তাদের শান্তনা জানাই। সন্ত্রাসীদের জানা উচিত ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের প্রয়োজনে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবো।

আন্তর্জাতিক