‘অশুভ’ শক্তির বিনাশে ১৮ বছরের মেয়েকে কুকুরের সাথে বিয়ে

‘অশুভ’ শক্তির বিনাশে ১৮ বছরের মেয়েকে কুকুরের সাথে বিয়ে

dog marrভারতের ঝাড়খন্ডে একটি বেওয়ারিশ কুকুরের সাথে বিয়ে হয়েছে ১৮ বছরের এক মেয়ের। উপজাতী রীতিরঅংশ হিসেবে এলাকা থেকে অশুভ শক্তি তাড়াতে এ বিয়ের আয়োজন করা হয়। সাধারণ বিয়ের মতো কোনো কিছুই বাদ যায়নি এ বিয়েতে। ডেইলি মেইল

স্থানীয় এক ধর্মীয় গুরুর পরামর্শে এ বিয়ের আয়োজন করে তার পরিবার। ওই গুরু মেয়ের পরিবারকে বলেন, কোনো মানুষের সাথে তার বিয়ে হলে তা পরিবার ও সমাজের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে।

সেরু নামে ওই নির্বোধ কুকুরটিকে একটি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন কনের বাবা। এ সময় উপস্থিত লোকজন সেটি স্বাগত জানায়।

তবে কুকুরকে বিয়ে করে সুখী নন মংলি। শুধু ভালো ভবিষ্যতের প্রত্যাশায় বিয়েতে রাজি হন তিনি। মংলি বলেন, গ্রামের বয়স্করা বিশ্বাস করেন এর মাধ্যমে আমার অশুভ শক্তি কুকুরের কাছে চলে যাবে।
তিনি আরো বলেন, পরবর্তীতে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো।

মেয়ে বাবা বলেন, এ বিয়ে শুধু অশুভ শক্তি তাড়ানোর জন্য। ওই এলাকার অনেক মেয়েরই কুকুরের সাথে বিয়ে হয়েছে। পরবর্তীতে কোনো ছেলেকে বিয়ে করে তারা সুখী হয়েছেন। এ ধরনের বিয়ে সেখানকার একটি স্বীকৃত প্রথা বলেও জানান তিনি।

এদিকে বিয়ের অনুষ্ঠান শেষে মেয়ে এখন কুকুরটির সেবাযত্ন করে যাচ্ছেন। কিছুদিন পর হয়তো একটি ছেলেকে বিয়ে করবেন তিনি। মংলি বলেন, আমি একদিন কোনো মানুষকে বিয়ে করবো। অবশ্য প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে রাজপুত্রের মতো কাউকে বিয়ে করার। তাই আমিও অপেক্ষা করছি আমার রাজপুত্রের জন্য।

অন্যান্য