ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

crickettওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ শুক্রবার। বাংলাদেশ স্থানীয় সময় রাত ৮টায় এ খেলা শুরু হবে।

টেস্টের আগে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও বৃষ্টির কারণে আলোর মুখ দেখেনি।

তবে টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে কিছুটা সফল হয়েছে টাইগাররা। রান পেয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার। শক্তি আর সামথ্যের বিচারে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ।

এ পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ২ জয়ের বিপরীতে পরাজয় ৬টি।

অন্যদিকে- ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের।

খেলাধূলা