চলে গেলেন বিখ্যাত কৌতুক অভিনেতা জন রিভার

চলে গেলেন বিখ্যাত কৌতুক অভিনেতা জন রিভার

jon riverনা ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত কৌতুক অভিনেতা জন রিভার। তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে জন রিভারের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ভোকাল কর্ডের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জন রিভারের মেয়ে মেলিচ্ছা রিভার জানান, মৃত্যুর সময় হাসপাতালে তার মায়ের কাছে পরিবারের সদস্যরা ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

আগামী রবিবার নিউইয়র্কের ম্যানহাটানের ইমানু-ইল গির্জায় জন রিভারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক