হাসপাতাল থাকলেও সেবা নেই : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল থাকলেও সেবা নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের অর্থপেডিক হাসপাতালগুলোতে রোগীদের কাঙ্খিত সেবা দেওয়া হচ্ছে না। যদিও দেশে প্রায় ৫০০ থেকে ৬০০ অর্থপেডিক হাসপাতাল রয়েছে কিন্তু সে তুলনায় সেবা নেই। অর্থপেডিক চিকিৎসার সেবা বাড়ানোর ব্যাপারে দেশের বিশেষায়িত হাসপাতাল এবং চিকিৎসকদের ওপর গুরুত্ব দিতে হবে বলে সেমিনারে তিনি জানান। রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সিলভার জুবিলী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থপেডিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য জনগণের একটি মৌলিক অধিকার। তাই চিকিৎসাসেবা জনগণের দ্বারগোড়ায় পেীছে দেওয়ার জন্য মেডিক্যালের শিক্ষার্থীর কারিকুলামে যেমন পরিবর্তন আনতে হবে তেমনি চিকিৎসকদেরও উন্নত প্রশিক্ষণ দিতে হবে। মন্ত্রী অর্থপেডিক সার্জারির আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এই সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার আড়াই থেকে ৩ হাজার কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট এবং ল্যাপটপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অর্থপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার আর আর কৈরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমিন্ত্রী ডাক্তার ক্যাপটেন (অব.) মুজিবুর রহমান ফকির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান ও মহাসচিব ডাক্তার মো. শরফুদ্দিন আহমেদ।

বাংলাদেশ