ঢাবির ভর্তি যুদ্ধ শুরু শুক্রবার

ঢাবির ভর্তি যুদ্ধ শুরু শুক্রবার

du1আগামীকাল শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর পর্যায়ক্রমে ১২ সেপ্টেম্বর ‘ক’ ইউনিট, ১৩ সেপ্টেম্বর ‘চ’ ইউনিট, ১৯ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট এবং ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৬৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮১ হাজার ৯৪৮ জন। প্রতি আসনে লড়বে ৫০ জন।

‘খ’ ইউনিটে ২ হাজার ২২১ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪২ হাজার ৪১৭ জন। প্রতি আসনে লড়বে ২০ জন।

‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৯ হাজার ৯৭৬ জন। প্রতি আসনে লড়বে ৪৩ জন শিক্ষার্থী।

তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ‘ঘ’ ইউনিটে মোট ১ হাজার ৪১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লক্ষ ১২ হাজার ৪২ জন। প্রতি আসনে লড়বে ৭৯ জন শিক্ষার্থী। এই ইউনিটে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২৪ টি, বাণিজ্য অনুষদের জন্য ৩৪৪ টি এবং কলা অনুষদের জন্য ৪৮ টি আসন রয়েছে।

সর্বশেষ ‘চ’ ইউনিটে মোট ১৩৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৭৫০ জন। প্রতি আসনে লড়বেন ১০৯ জন শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার হলে কোন ধরনের ক্যালকুলেটর বা গণনাকারী যে কোন বস্তু নেয়া নিষিদ্ধ।

এছাড়া ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জালিয়াত চক্র রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৬ হাজার ৫৮২টি আসনের বিপরীতে আবেদন করেছে প্রতি ৩ লাখ ১ হাজার ১৪৮ জন। প্রতি আসনে আসনে লড়াই করবেন ৪৬ জন শিক্ষার্থী।

অন্যান্য