পিলখানায় সেনা হাত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এছাড়া এ দিনকে তিনি জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শনিবার বেলা ১১টায় পিলখানা হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে বনানী সেনানিবাস কবরস্থানে শহীদদের বেদিতে ফুল দিতে এসে তিনি এ দাবি জানান।
তিনি আরো বলেন, ‘নিহত এ অফিসাররা সবাই ছিল আমার হাতে গড়া। এদের অভাব জাতি কখনো পূরণ করতে পারবে না।’
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খানসহ সিনিয়র নেতারা।