১৪ দলে ফাটল ধরেনি: দিলীপ বড়ুয়া

১৪ দলে ফাটল ধরেনি: দিলীপ বড়ুয়া

১৪ দলের মধ্যে ফাটল ধরেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর পিকিং গার্ডেন রেস্টুরেন্টে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত এক মতবিনিময় সভায় ১৪ দলের শরিক কয়েকটি দলের সঙ্গে আলাদা বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এছাড়া ১৪ দলের মধ্যে সংহতি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিক দলের সঙ্গে বসতে না পারলেও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১৪ দলের সমন্বয় করছেন।’

সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।

১৪ দলের মধ্যে ফাটল ধরানোর কোনো তৎপরতা চলছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলিপ বড়ুয়া বলেন, ‘রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। এতে বিপরীত দল অপর (১৪ দলের) দলের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে যা চলছে এবং চলতে থাকবে। কিন্তু অপর পক্ষের চেষ্টা করতে হবে তা প্রতিহত করার।’

মতবিনিময় সভার শুরুতে শিল্পমন্ত্রী বলেন, ‘রাজনীতি দুইভাগে বিভক্ত। এর মধ্যে একটি ধারা প্রগতিশীল এবং অপরটি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। পরাজিত শক্তির নেতারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করছে। আর তা প্রতিহত করতে রাজনৈতিক ঐক্যের দরকার। জনত্রেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এরই ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল বাংলাদেশ সাম্যবাদী দল জাতীয় সমাবেশ কর্মসূচি পালন করতে যাচ্ছে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, কমরেড আবু হামেদ, কমরেড শাহাবুদ্দিন ও দলের কেন্দ্রীয় নেতারা।

রাজনীতি