সমালোচনার জবাবে সাংবাদিকদের আইসক্রিম খাইয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।
সম্প্রতি ইতালির ‘ইকনোমিস্ট উইকলি’ নামের একটি ম্যাগাজিন দেশের অর্থনৈতিক দুর্দশা বোঝাতে প্রধানমন্ত্রীর সংস্কার নীতি নিয়ে প্রচ্ছদ কাহিনী প্রকাশ করে। প্রথম পাতায় রেনজির একটি কার্টুনও ছাপা হয়।
কার্টুনে দেখানো হয়, ইউরো দিয়ে তৈরি একটি জাহাজ ডুবে যাচ্ছে। সেই জাহাজে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছেন রেনজি। অঙ্গভঙ্গি অনেকটা স্কুলছাত্রের মতো। তার পেছনে দাঁড়িয়ে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। নিচে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কোয়িস ওঁলাদ। কভার স্টোরির শিরোনাম- ‘দ্যাট সিংকিং ফিলিং (এগেইন)’।
এ কার্টুনের জবাব দিতেই সরকারি বাসভবনে মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকের পর সংবাদ সম্মেলন ডেকে তাদের হাতে আইসক্রিম তুলে দেন রেনজি। আর বলেন, আমি অত্যন্ত খুশির সঙ্গে আপনাদের আইসক্রিম অফার করছি। এটাই ইতালিয়ান ভদ্রতা। সূত্র: এএফপি, নিউজ এশিয়া