স্বাধীন গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা চ্যালেঞ্জ

স্বাধীন গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা চ্যালেঞ্জ

newspaperসম্পাদক পরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, সম্প্রতি প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ। এই নীতিমালা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি। এটি সম্পাদকদের নিরস্ত্র করার অভিনব প্রয়াস। বিকালে  রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় দৈনিক সমূহের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন। আলোচনায় অংশ নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ব্রডকাস্ট নীতিমালার  একটি গেজেট আমরা হাতে পেয়েছি। এ নীতিমালায় টেলিভিশনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে দেয়া হয়েছে। এর ধারাগুলো দেখে আমরা যে ধরনের মনোভাব পাই তা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি। তিনি বলেন, একই সঙ্গে অনলাইন মিডিয়াকেও এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমের পক্ষ থেকেই একটি সম্প্রচার নীতিমালা প্রণয়নের দাবি উঠেছিল। নীতিমালায় কি কি বিষয় রাখতে হবে এ বিষয়েও আমরা দাবি তুলেছিলাম। কিন্তু তা এই নীতিমালায় প্রতিফলিত হয়নি। নীতিমালার ৩, ৪ এবং ৫ নম্বর অধ্যায় থাকা উচিত নয় বলে আমরা মনে করি। 
অনুষ্ঠানে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান,  এসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শওকত মাহমুদ প্রমূখ অংশ নিচ্ছেন। সভাপতিত্ব করছেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি বিনোদন