রাজধানীর মগবাজারের ৩ খুনের ঘটনায় রমনা থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত রানুর ভাই শামীম ওরফে কালাচাঁন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার অন্যতম আসামিরা হলেন- শাহ আলম ওরফে কালাবাবু, ফয়সাল আহমেদ রনি, শাহাদাত, রাজু, অপু, সোহেল, আরিফ, মারুফ, বিল্লাল, পিচ্চি রনি, ঠাণ্ডু, সিরাজ ও জনি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৮নং সোনালীবাগের এক বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুন্না (১৮), বিল্লাল (২২) ও রানু আক্তার (২৩)। এ ঘটনায় গুলিবিদ্ধ আহত হৃদয়কে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মধ্যে মুন্না ও রানু আক্তার ভাইবোন।
জানা যায়, মুন্না ও রানু কিছু দিন আগে একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে প্রায় সন্ত্রাসী কাইল্যা বাবু তাদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকার করায় বাবু মুন্না ও রানুদের বাসায় গিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।