ব্রিটেনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা বৃদ্ধি

ব্রিটেনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা বৃদ্ধি

britenf ইরাক এবং সিরিয়ার সামপ্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে বলেন, ইরাক এবং সিরিয়ার পরিস্থিতির কারণে ব্রিটেনে সন্ত্রাসী হামলা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে তিনি বলেন, এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটেনে সন্ত্রাসী হামলার এই আশঙ্কার কথা জানিয়েছেন শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে।

মন্ত্রী টেরেসা মে বলেন, ইরাক এবং সিরিয়ার সামপ্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতেই তারা এ রকম আশঙ্কা করছেন।

তিনি বলেন, এ ধরনের হামলায় ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ইরাক ও সিরিয়ায় লড়াই করতে গেছে, তাদের জড়িত থাকার আশঙ্কা আছে।

কেবল ব্রিটেন থেকেই অন্তত ৫০০ মুসলিম তরুণ সিরিয়া এবং ইরাকে কথিত জিহাদে অংশ নিতে গেছে বলে ধারণা করা হয়।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে এই জিহাদি ব্রিটিশ মুসলিম তরুণদের বড় ধরনের নিরাপত্তা হুমকি বলে গণ্য করছে। এরা ব্রিটেনে ফিরে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক