ঢাবির ৭ শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার

ঢাবির ৭ শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার

du1ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনকে নির্যাতনের ঘটনায় হাজী মুহম্মদ মুহসিন হলের ৭ শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং মহসিন হল শাখা ছাত্রলীগের কর্মী।

বহিষ্কৃতরা হলেন- দর্শন বিভাগের শাহীন, ঊর্দু বিভাগের শাকিল, ইংরেজি বিভাগের আশিক ও মামুন, লোক প্রশাসন বিভাগের মেহেদী এবং ট্যুরিজম এন্ড হস্টপিটালিটি বিভাগের লিটন ও জাফর।

এদিকের শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থীর বড়ভাই বাদী হয়ে শাহবাগ থানায় ওই ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এতে আল-আমিন মাথায় গুরুতর আঘাত পেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

অন্যান্য