ভেঙ্গে গেছে বগুড়ার সারিয়াকান্দির নিয়ন্ত্রণ বাঁধ

ভেঙ্গে গেছে বগুড়ার সারিয়াকান্দির নিয়ন্ত্রণ বাঁধ

sariyakandiবগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া উপজেলার যমুনা নদীর পানি বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে পানির প্রবল চাপে বিলীন হয়ে যায় কামালপুর ইউনিয়ন রৌহাদহ বাজারের উত্তর পাশে অবস্থিত বাঁধের ৩০০ মিটার বিলীন হয়ে যায়।

মধ্য রাতে বাঁধটি ভেঙ্গে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই পানিতে প্লাবিত হয় কামালপুর, চন্দনবাইশাসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। এ সময় বসতবাড়ি ও ঘরে পানি ঢুকে পড়ায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

বাঁধটি ভেঙ্গে যাওয়ায় ওই অংশ দিয়ে প্রবল বেগে বন্যার পানি ঢুকছে। ফলে হুমকির মুখে পড়েছে বগুড়া ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল।

বাঁধ ভেঙ্গে যাওয়ার আগে যমুনার পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

শীর্ষ খবর