ইউক্রেনে সংঘর্ষের জন্যে দায়ী রাশিয়া : ওবামা

ইউক্রেনে সংঘর্ষের জন্যে দায়ী রাশিয়া : ওবামা

 obama8পূর্ব ইউক্রেনের রাশিয়ার সেনা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে এমন অভিযোগ ওঠার পর সেখানে চলমান সংঘর্ষের জন্যে রাশিয়াকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি রাশিয়ার সেনাদের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত। রাশিয়ার দেয়া অস্ত্র ও অর্থেই তারা এই যুদ্ধ চালাচ্ছে।

এর আগে ন্যাটো বলেছে, ইউক্রেনের অভ্যন্তরে বিদ্রোহীদের পক্ষে লড়াই করছে প্রায় হাজার খানেক রুশ সেনা যারা ভারী অস্ত্রে সজ্জিত। সে সম্পর্কিত একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশ করেছে ন্যাটো।

অন্যদিকে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতাও বলেছেন, ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সরাসরি অংশ নিচ্ছে রুশ সৈন্যরা। তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত এই অভিযোগ নাকচ করে দিলেও কিছু রুশ সেনা ছুটি কাটাতে ইউক্রেনে রয়েছেন বলে স্বীকার করেছেন।

রুশ সেনাদের যুদ্ধে অংশগ্রহণ প্রসঙ্গে এক জরুরি সভায় মিলিত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এদিকে রাশিয়ার সেনাদের গোপনে পরিবারকে না জানিয়ে ইউক্রেনে পাঠিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

রাশিয়ার কস্ত্রোমা সামরিক ঘাঁটির বাইরে রুশ সেনাদের পরিবার জড়ো হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তারা রুশ সেনারা কোথায় রয়েছেন সেটি প্রকাশ করার দাবি জানান।

ইউক্রেন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইইউ ইতোমধ্যেই রাশিয়ার ওপর অবরোধ আরোপ করেছে।

আন্তর্জাতিক