প্রিমিয়ার লিগ ক্রিকেটে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিমিয়ার লিগ ক্রিকেট সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ক্রিকেটাদের দলবদলের দ্বিতীয় পর্ব।
প্রথম পর্বে অংশ নিয়েছেন কেবল পুলভুক্ত ক্রিকেটাররা। তবে নিষেধাজ্ঞা থাকায় ওই সময় দলবদল করতে পারেননি সাকিব।
বৃহস্পতিবার দপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, সাকিব আজই দলবদল করতে পারবেন স্বাভাবিক নিয়মে। যে সব দল এখনও পুলের কোটা পূরণ করেনি তারা তাকে দলে টানতে পারবে। এক্ষেত্রে সাকিব তার পছন্দসই দলে খেলার সুযোগ পাবে।
এদিকে, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স হয়ে খেলার বিষয়টি সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় আমি দলবদল প্রক্রিয়ায় অংশ নেব। গাজী ট্যাঙ্কের হয়ে ক্রিকেট খেলব।
গাজী ট্যাঙ্কের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, সাকিব আমার দলের হয়েই খেলবে। কিছুক্ষণের মধ্যেই সাকিবের দলবদল প্রক্রিয়া সম্পন্ন করব।