খাদ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে বাজার মনিটরিংয়ের বিষয়ে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী খাদ্যে ভেজাল ও ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান জোরদার করার নির্দেশের পাশাপাশি মোবাইল কোর্টের কার্যপরিধি বাড়ানোর কথা বলেন।
তিনি বলেন, উন্নত দেশগুলো মুক্ত বাণিজ্যের কথা বললেও নিজেদের বাজারেই তারা শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার দেয় না। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রবেশ করলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বাগত জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন