মিসরের মধ্যস্থতায় গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কায়রোর সংবাদ মাধ্যম মিনা জানায়, দুপক্ষের সম্মতিতে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার শর্ত থাকায় হামাস এই যুদ্ধবিরতিকে তাদের বিজয় হিসেবে উল্লেখ করেছে।
এদিকে চুক্তি অনুযায়ী গাজায় অবরোধ শিথিল করতে রাজি হয়েছে ইসরাইল। যাতে করে ত্রাণ সরবরাহ এবং নির্মাণ সামগ্রী ফিলিস্তিনের ওই অংশে ঢুকতে পারে।
এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে উভয়পক্ষকে শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সকালের দিকে গাজায় দুটি বহুতল ভবনে হামলা চালায় ইসরায়েলের জঙ্গি বিমান। ফ্ল্যাট এবং অফিস সংবলিত বাসা টাওয়ার ইসরাইলের হামলায় ধুলোয় মিশে যায় এবং বাড়ি, দোকান, কার্যালয় থাকা ইটালিয়ান কমপ্লেঙ ইসরাইলের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলের পূর্ব সতর্কবাণীতে অধিবাসীরা ভবনটি থেকে অন্যত্র যাওয়ায় নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলের অপারেশন প্রক্টেকটিভ নামের আগ্রাসনে প্রাণ হারায় ২ হাজার ২০০ ফিলিস্তিনি। ইসরাইলি বিমান হামলা আর গোলা নিক্ষেপে গুড়িয়ে গেছে প্রায় পুরো গাজা। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটে নিহত হয়েছে ৬৪ ইসরাইলি।