২০১৪ সালের হজ ফ্লাইট শুরু হয়েছে। ৪০৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের মক্কার উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। বুধবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের হজ ফ্লাইট (বিজি-১০১১) ঢাকা ত্যাগ করে। দুপুর ১২টা ৫ মিনিটে দ্বিতীয় হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে।
এদিকে বুধবার ভোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
ঢাকা থেকে জেদ্দা পৌঁছাতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগবে। এ ছাড়া ২ মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইটসহ মোট ২৭০টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২২৪টি শুধুমাত্র হজযাত্রী পরিবহন করবে। এ ছাড়া ৪৬টি সিডিউল ফ্লাইট থাকবে।
এ বছর ৯৮ হাজার ৭৫৭ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাবেন ১ হাজার ৫১০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৯৭ হাজার ২৪৭ জন।
এবার ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ইকোনোমিক ক্লাসে বিমান ভাড়া ১ হাজার ৫০০ মার্কিন ডলার। বিজনেস ক্লাসে বিমান ভাড়া ২ হাজার ৫০০ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে।
হজ শেষে ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইটে হাজীরা দেশে ফিরবেন। শেষ ফিরতি ফ্লাইট হবে ৮ নভেম্বর।
এর আগে মঙ্গলবার হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।