গণঅভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই: তোফায়েল

গণঅভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই: তোফায়েল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, গণঅভুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাইন্ডেশন আয়োজিত ‘ঐতিহাসিক আগরতলা মামলা দিবস উদযাপন, জাতির জনকের ৬ দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, ‘গণঅভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ এটা ২০১২ সাল, ১৯৬৯ সাল নয়।’

এ সময় তিনি খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সংসদে আসার আহ্বান জানান

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বড় অভাব কৃতজ্ঞতাবোধের। যারা স্বীকৃতি পাওয়ার যোগ্য আমরা তাদের স্বীকৃতি দেই না।’

তিনি বলেন, অনেকেই বলেন জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক।জিয়াউর রহমান শুধু রাজনীতিকে কঠিনই করেনি, রাজনীতিকে ধ্বংসও করেছে। সে কখনও স্বাধীনতার ঘোষক হতে পারে না।’

প্রধান বক্তা হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘সাগর-রুনীর হত্যাকাণ্ডের রহস্য তাড়াতাড়ি উদঘাটিত হবে। সেজন্য তদন্ত সংস্থা এবং গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তদন্তের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছি।’

তিনি দেশবাসীকে এক্ষেত্রে তাদের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

টুকু বলেন, ‘সাগর-রুনীর হত্যাকা- নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। খুনি যত বড় মাপেরই হোক না কেন দ্রুত সময়ের মধ্যে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে এবং এর নেপথ্যে আসল রহস্য দেশবাসীর কাছে প্রকাশ করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইন ও তদন্তকারী সংস্থাকে সাহায্য করার জন্যই ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ঠা-ুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ৬৯’র ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য খালেদ মোহাম্মদ আলী, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দার, ৬৯’র ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম মুন্সি

রাজনীতি