শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী টি আই এম মহিতুল গনির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলও খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর ফলে আওয়ামী লীগ প্রার্থী নাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরো বেড়েছে।
তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের যাওয়ার সুযোগ রয়েছে স্বতন্ত্র প্রার্থী মহিতুলের।
বৃহস্পতিবারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ইসি শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মহিতুলের আপিল খারিজ করে দেয়।
গত ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ভোটারের স্বাক্ষরে ত্র“টি পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
ইসির যুগ্ম সচিব (আইন) এন আই খান বলেন, “শুনানি শেষে ইসি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রেখেছে। এর মধ্য দিয়ে মহিতুল গনির আবেদন খারিজ হয়েছে।”
রায়ের প্রতিক্রিয়ায় নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হওয়া বিএনপি সমর্থক মহিতুল গনি সাংবাদিকদের বলেন, “এই রায়ের মাধ্যমে এই কমিশন প্রমাণ করলো তারা নিরপেক্ষ নয়। আমরা আশা করেছিলাম, নতুন কমিশন তাদের প্রথম রায়টি নিরপেক্ষভাবে দেবে।”
তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্রের সঙ্গে যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল, তা বদলে অন্য ভোটারদের নাম দেখানো হয়েছে।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন মহিতুল।
মহিতুল গনির আপিল খারিজ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান সাংবাদিকদের জানান, রায়ের কপি পাওয়ার পর আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার পর নাহিম রাজ্জাককে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ওই আসনে মনোয়নপত্র শেষ দিন।
গত ২৩ ডিসেম্বর আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনটি শূন্য হয়। এরপর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।